প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
‘স্কাউটিং করবো, সুন্দর জীবন গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে রিফ্রেসমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সূচীপাড়া ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান ভূঁইয়া। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ দেন স্কাউটার মাসুদ আলম এএলটি, তুহীন হায়দার, জান্নাতুল ফেরদাউস, জাকির হোসেন ও শ্রাবন্তী ভট্টাচার্য। একইদিন বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহতাবউদ্দিন হেলাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা স্কাউটসের বিভিন্ন কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ।