বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ একসূত্রে গাঁথা
অনলাইন ডেস্ক

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরের একুশে চেতনায় উজ্জীবিত সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে একুশের জাগরণী, প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাগ্রত সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার মেয়রের পৃষ্ঠপোষকতায় একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনগুলো হলো : সপ্তসুর সঙ্গীত একাডেমি, নৃত্যধারা, হাজীগঞ্জ সারদাদেবী সংগীত নিকেতন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন, নৃত্যাঙ্গন, সুরধ্বনি সঙ্গীত একাডেমি, জয়ধ্বনি সঙ্গীত একাডেমি এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, চাঁদপুর জেলা শাখা। সংগঠনগুলো একুশের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ একসূত্রে গাঁথা। ২১ ফেব্রুয়ারিকে কখনো আলাদা করে দেখার সুযোগ নেই।

মেয়র আরো বলেন, সাংস্কৃতিক শক্তি কখনো কারো সাথে আপস করে না। যে সমাজে সাংস্কৃতিক শক্তি আপস করে, সে সমাজে বিপর্যয় ঘটে। আপনাদের লড়াইয়ের সাথে আমি সর্বদা আছি। অত্যন্ত প্রতিকূলতার মধ্যে আজকে এ অনুষ্ঠানের আয়োজন। সাধারণ মানুষ এ ধরনের আয়োজনের সাথে থাকবে।

সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ এবং কবি ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।

উল্লেখ্য, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মরণে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ করে জাগরণী সঙ্গীত পরিবেশন করে চাঁদপুরের একুশে চেতনায় উজ্জীবিত সাংস্কৃতিক সংগঠনগুলো। এ সময় শহরজুড়ে সড়কের দু’পাশে থাকা বাসা-বাড়ির পুরুষ, নারী ও শিশুরা এসে সেই পুরানো আদলের জাগরণী অনুষ্ঠান উপভোগ করে। পরদিন সকালে একুশের গান পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠনগুলো সেই পুরানো আদলে খালি পায়ে প্রভাতফেরি বের করে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তারা অব্যাহত রাখবেন। শুধু মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসই নয়, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে ঘিরে অনুরূপ কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে। ওই সকল কর্মসূচিতে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মঞ্চায়ন করারও প্রস্তুতি নেয়া হচ্ছে। একুশ যেমন মাথা নত না করা, তেমনি জাগ্রত সাংস্কৃতিক পরিষদ, চাঁদপুর কারো কাছে মাথা নত করবে না। এ অঙ্গীকার নিয়েই মূলত জাগ্রত সাংস্কৃতিক পরিষদের অগ্রযাত্রা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়