প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে করোনাকালীন দুর্যোগে অসহায় হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা যুবলীগের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ২ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
বিতরণপূর্ব আলোচনা সভায় উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া। তিনি বলেন, যুবলীগ সর্বদা দেশের সকল দুর্যোগসক সকল কাজে মানবিক কাজ করে যাচ্ছে। বিশেষ করে আবু সুফিয়ানের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি তাদের দায়িত্ব পালনকালে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ, ঈদের সময় সেমাই, চিনি ও কৃষকদের ধান কেটে দেয়াসহ অনেক ভালো কাজ করেছে। কয়েকদিন পূর্বে তারা ছিন্নমূল মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে। সর্বশেষ সোমবার তারা করোনাকালে অসহায় হয়ে পড়া মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছে। এটি আমাদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্যে আশাপ্রদ। রাজনীতি মানুষের জন্যে। প্রতিষ্ঠাকাল থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সেই রাজনীতিই করছে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, জেলা আওয়ামী যুবলীগ সদস্য অরূপ কর্মকার, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল-আমিন পাটওয়ারী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সুমন, জানিবুল জুয়েল, আঃ সাত্তার, পারভেজ আহাম্মদ, রাসেল আহমদসহ জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবলীগের নেতৃবৃন্দ।