প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপার দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল করিম মন্ডলের কাজলী স্টোর নামে মুদি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত ৩টার সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হয়েছে।
দোকান মালিক আব্দুল করিম মন্ডল জানান, প্রতি দিনের মত রাতে দোকান বন্ধ করে বাসয় ঘুমাতে যাই। কিন্তু রাত ৩টার সময় আগুন লেগে কাট ফুটে যখন শব্দ হচ্ছিল তখন টের পাই। ডাক-চিৎকার দিলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে শেষ হয়ে যায়। দোকানে থাকা ১টি ফ্রিজ, ২টি সেলাই মেশিন, টিভি, নগদ টাকাসহ মুদি জাতীয় সকল প্রকার মালামাল পুড়ে যায়।
তিনি আরও বলেন, আমি একজন দরিদ্র পরিবারের লোক। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দোকান করেছি। আগুনে পুড়ে আমি নিঃস্ব হয়ে গেছি। এখন সরকার যদি আমাকে সাহায্য-সহযোগিতা করতো তাহলে আমি উপকৃত হতাম।