প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় দিনের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বিকেলে পশ্চিম রাজারগাঁও দ্বীনিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ ও কমিটি গঠন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, সদস্য মোঃ সাইফুল ইসলাম মিঠু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান নেছার, যুগ্ম সম্পাদক বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান ঢালী, সাবেক সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফজলুল করিম, সদস্য সচিব কাজী মামুন, ছাত্রদলের সাবেক সভাপতি বাসার আহমেদ, ছাত্রনেতা মোঃ নকিব, আল আমীন, আঃ জলিল, হারেছ খান, ইউনুছ খান। অনুষ্ঠান শেষে আবু বকর নয়নকে সভাপতি, ফেরদাউসকে সহ-সভাপতি, সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ও মোঃ আঃ রশিদকে সাংগঠনিক সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।