বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

রক্তস্নাত ভাষা আন্দোলনের পথ ধরে মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়
স্টাফ রিপোর্টার ॥

মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি, দোয়া ও মোনাজাত, দাঁড়িয়ে নীরবতা পালন এবং আলোচনা সভা। চাঁদপুর শহরের শহিদ মুক্তিযোদ্ধা সড়কস্থ মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে ফুলের ডালাসহ প্রভাতফেরি বের হয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বিশেষ দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভাষা আন্দোলনের শহিদদের, মুক্তিযুদ্ধের শহিদদের এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবার-পরিজনসহ সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ মাওলানা মোঃ জাফর আহমেদ। অনুষ্ঠানে শহিদদের সম্মানে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর সাবেক মহাপরিচালক প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে অর্থাৎ বাঙালি জাতিসত্তায় এক ঐতিহাসিক অধ্যায়। কেননা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষা ‘বাংলা’র দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন পাকিস্তান সরকারের পুলিশের গুলিতে সালাম-বরকত-রফিক-জব্বারসহ নাম না জানা অনেকে বুকের তাজা রক্ত দিয়ে সর্বস্তরে ‘বাংলা ভাষা’ চালুর রক্ত¯œাত ইতিহাস সৃষ্টি করে গেছেন। তারই ধারাবাহিকতায় ১৯৬৬-এর ছয়দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০-এর জাতীয় নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। বস্তুত বায়ান্নের মহান ভাষা আন্দোলনের রক্ত¯œাত ইতিহাসের পথ ধরে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ ত্বরান্বিত হয়। বিশ্বে কোনো জাতিকে মায়ের ভাষার জন্যে রক্ত দিতে হয়নি। তাই তো ২১ ফেব্রুয়ারি ১৯৯৯ সাল থেকে বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের মাধ্যমে এক অনন্য মর্যাদা লাভ করেছে। মহান ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে প্রথম বাংলা ভাষায় বক্তব্য প্রদান করেন। সেই থেকে জাতিসংঘে ‘বাংলা ভাষা’য় বক্তব্য প্রদান চালু রয়েছে।

চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী বেলালের পরিচালনায় ও সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান সেলিমের সভাপ্রধানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবী মনোয়ারুল ইসলাম, অগ্রণী ব্যাংক লিমিটেড চাঁদপুর জেলার সহকারী মহাব্যবস্থাপক এম. কে. মজিবুর রহমান, চাঁদপুর শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ রোটাঃ মাহমুদা খানম, সামাজিক সংগঠন ‘আপন’-এর সভাপতি রোটাঃ ডাঃ রাশেদা আক্তার ও চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ মিয়া।

বক্তব্য রাখেন চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মুনাওয়ার কানন ও মোঃ জামাল আহমেদ আখন্দ, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোটাঃ ডাঃ মাসুদ হাসান, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক মিজান লিটন, ‘চাঁদমুখ’-এর প্রতিষ্ঠাতা এইচএম জাকির, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, শিশু সংগঠক পিএম বিল্লাল, তরুণ কবি মোঃ ইউসুফ প্রমুখ। উপস্থিত ছিলেন প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ, ব্যবসায়ী কবির হোসেন পাটোয়ারী, সংগঠক লিটন আখন্দ ও শৈবাল মজুমদার, চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক রাসেল গাজী, সহ-প্রচার সম্পাদক ওমর শরীফ, কার্যনির্বাহী সদস্য আহসানুর রহমান সোহেল ও মোঃ মজিবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়