প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরের কৃতী সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এশিয়ার বৃহৎ একটি রাজনৈতিক দল। এই দলের প্রতিটি ইউনিটে নেতৃত্ব দেয়ার মতো বহু নেতা রয়েছে। তাই আমাদের দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিহিংসা নয়।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতাবিরোধী চক্র ও ৭৫-এর ঘাতকরা এখনো সক্রিয় রয়েছে। এরা নানাভাবে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই এদেশের মানুষের পেটে ভাত আছে এবং দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। আর দল শক্তিশালী থাকলে আমাদের সকলের স্ব স্ব অবস্থান সৃষ্টি হবে। তাই সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আবারো শেখ হাসিনাকে জয়ী করতে হবে, তাঁকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। আপনারা এখন থেকে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ নেতৃত্বে দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে নৌকার প্রার্থীদের জয়ী করতে প্রস্তুত হতে হবে। এখন বিভেদ করার সময় নয়, ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বীক্রম ২১ ফেব্রুয়ারি রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের নিজ বাড়িতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
মায়া চৌধুরী দলের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় তাঁকে অভিনন্দন জানানোর জন্যে নেতৃবৃন্দ তাঁর সাথে সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান। আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের দেয়া একের পর এক ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মায়া চৌধুরী। এ সময় তাঁর জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন দীপু চৌধুরীও উপস্থিত ছিলেন। জেলা নেতৃবৃন্দের বক্তব্যের আলোকে মায়া চৌধুরী বলেন, মাঠের কর্মীদের যে জননেত্রী শেখ হাসিনা মূল্যায়ন করেন তার প্রমাণ হচ্ছে আমি। আমাকে নেত্রী সর্বোচ্চ মূল্যায়ন করেছেন। সেজন্যে তাঁর কাছে কৃতজ্ঞ। তিনি চাঁদপুরের আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে বলেন, আমি এবং দীপু মনি, এ দুজনে মিলে চাঁদপুরের আওয়ামী লীগের রাজনীতিকে ঐক্যবদ্ধ প্লাটফর্মে নিয়ে আসবো ইনশাল্লাহ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউছুফ গাজী, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মোঃ জাহিদুল ইসলাম রোমান। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুল, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটোয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ মোঃ হুমায়ূন কবির সুমন, সদস্য সচিব শিমুল হাসান সামনু, পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা অধ্যাপিকা মাসুদা নুর, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, পৌর ছাত্রলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।