প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরে একুশের চেতনায় উজ্জীবিত জাগ্রত সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : আজ ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় সকল সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিমনা শিল্পীদের অংশগ্রহণে জাগরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাত সাড়ে ১০টায় পুরানো আদলে ঠেলাগাড়িতে চড়ে একুশের গান পরিবেশনের মাধ্যমে জাগরণী শুরু হবে এবং পুরো শহর প্রদক্ষিণ শেষে রাত ১২টা ১ মিনিটে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। পরদিন ২১ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে স্ব স্ব সংগঠনের নেতৃত্বে প্রভাতফেরি বের করা হবে। বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে চাঁদপুরের জাগ্রত সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পুরো কর্মসূচি চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।