বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

২১ ফেব্রুয়ারি উদ্যাপনে চাঁদপুর জেলা জাতীয় পার্টির কর্মসূচি
প্রেস বিজ্ঞপ্তি ॥

একুশে ফেব্রুয়ারি উদ্যাপন উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ ফেব্রুয়ারি শনিবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্থ অ্যাডঃ আঃ লতিফ শেখের ল চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাডঃ আঃ লতিফ শেখের সভাপতিত্বে ও জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ শাহজাহান মাতাব্বর, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভূঁইয়া, জেলা যুব সংহতির সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ আরিফ হোসেন প্রমুখ।

সভায় মহান একুশে ফেব্রুয়ারি উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রাত ১১টার মধ্যে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে উপস্থিত থাকতে এবং একুশে ফেব্রুয়ারি বিকেল ৩টায় অ্যাডঃ আঃ লতিফ শেখের ল' চেম্বারে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে উল্লেখিত কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়