প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
কচুয়ায় মেহেদী হাসান (১৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে মুন্না (১৭) নামের অপর বন্ধু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের খাজুরিয়া-লক্ষ্মীপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মেহেদী ও গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামের নূরুল আমিনের ছেলে মুন্না রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিদ্যালয় সংলগ্ন দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে মেহেদীর হাতে থাকা লাঠির আঘাতে মুন্নার মাথা ফেটে যায়। পরদিন বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মুন্না তার মারের প্রতিশোধ নিতে মেহেদী হাসানের ওপর অতর্কিত হামলা চালিয়ে দেশীয় ছুরি দিয়ে বাম পাঁজরে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন মুন্নাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত মেহেদীকে রহিমানগর বেসিক এইড এন্ড হস্পিটালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হয়। খবর পেয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন এবং ওসি (তদন্ত) সঙ্গীয় ফোর্স নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন এবং রক্তমাখা ছোরা জব্দ করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন জানান, মুন্নাকে আটক করে থানায় নিয়ে আসি এবং ছোরাটি জব্দ করি। আহত মেহেদীর পক্ষ থেকে মামলা করা হলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।