মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

মিজানুর রহমান চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে দোয়া ও মিলাদ
অনলাইন ডেস্ক

মিজানুর রহমান চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মিজানুর রহমান চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি শুক্রবার বাদ জুমা সংগঠনের কার্যকরী সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জহির উদ্দিন বাবরের ব্যবস্থাপনায় এ দোয়ার আয়োজন করা হয়।

চাঁদপুর শহরের পুরাণবাজার চৌধুরী বাড়ি এলাকায় বাইতুল হাফিজ এবং চৌধুরী বাড়ি মসজিদে দোয়ার আয়োজনে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ব্যারিস্টার জহির উদ্দিন বাবর, দৈনিক মতলবের আলো পত্রিকার যুগ্ম সম্পাদক রোটাঃ ডাঃ মাসুদ হাসান প্রমুখ।

সাবেক প্রধানমন্ত্রী মরহুম মিজানুর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মিজানুর রহমান চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এসএম সফিকুল ইসলাম বাবুলের পক্ষ থেকে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল হাফিজ জামে মসজিদের ইমাম মাওঃ মোদাচ্ছের আলী। এর পূর্বে সংগঠনের নেতৃবৃন্দ মিজানুর রহমান চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান এবং কবর জেয়ারত করেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মিজানুর রহমান চৌধুরীর স্মৃতি সংরক্ষণে ২০০৭ সালে প্রতিষ্ঠা হয় মিজানুর রহমান চৌধুরী স্মৃতি সংসদ। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর মিজানুর রহমান চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালনসহ তাঁর স্মৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়