প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের মরহুম পিতার জানাজায় কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেছেন। এককালের স্বনামধন্য প্রথম শ্রেণির ঠিকাদার, সমাজসেবক মরহুম আব্দুল আলী পাটওয়ারীর জানাজায় ছেলে মঞ্জিল হোসেন তার বাবার স্মৃতি তুলে ধরে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে যান। মহান আল্লাহ যেনো তাঁর বাবাকে জান্নাতবাসী করেন সেজন্যে সবার কাছে তিনি দোয়া চান।
গতকাল বুধবার বাদ জোহর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে মরহুমের জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ি কাছিয়াড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় ইমামতি করেন হায়দরগঞ্জের হযরত মাওলানা আলহাজ সৈয়দ আনোয়ার হোসেন।
মরহুম আব্দুল আলী পাটওয়ারীর জানাজায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, ফরিদগঞ্জের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শিক্ষাবিদ ও সমাজসেবক মোতাহার হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শিল্পপতি ও সমাজসেবক এমএ হান্নান, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান রানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল ছোবহান লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিনসহ বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার লোক জানাজায় অংশ নেন।