প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের বরদিয়া আড়ংবাজারের খেয়াঘাট থেকে ১শ’ ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল ১ ফেব্রুয়ারি দুপুরে পুলিশ তাদেরকে আটক করে।
পুলিশ জানায়, ১শ’ ৯৮ বোতল ফেনসিডিল নিয়ে চার মাদক ব্যবসায়ী ষাটনল হয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পরিকল্পনা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জিহাদ (২০), মিশু (২২) ও শাহজালালের (২৫) বাড়ি কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণে। অপর মাদক ব্যবসায়ী সাগরের (২৯) বাড়ি কমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, আটক চার মাদক ব্যবসায়ী মাদকের চালান নিয়ে ষাটনল হয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।