মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

শিক্ষামন্ত্রীর স্বামীর রোগমুক্তি কামনায় জমিয়াতুল মোদার্রেসীনের বিশেষ দোয়া
অনলাইন ডেস্ক

গতকাল ৩১ জানুয়ারি সোমবার বিকেলে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর সদর উপজেলার এক পরামর্শ সভা বিষ্ণুদী আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি চান্দ্রাবাজার নূরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এটিএম মোস্তফা হামিদীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি ড. একেএম মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর মোঃ মাইনুদ্দীন। সভায় জমিয়তের উপজেলা শাখার মাদ্রাসা সমূহে নতুন করে শাখা গঠনের আহ্বান জানানো হয়। সভায় মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী তৌফিক নাওয়াজের আশু রোগমুক্তি ও মন্ত্রী মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করা হয়। সভায় মন্ত্রী মহোদয়ের মানসম্মান নিয়ে মহল বিশেষের নানা অপপ্রচারে বর্তমান সরকারের উন্নয়ন প্রক্রিয়া যেনো ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সকল বিষয়ে আলোচনার মাধ্যমে সুরাহা করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা চাঁদপুরের জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। কোনো অবস্থায় যেনো পরস্পরের দ্বন্দ্বে এ বিশ^বিদ্যালয় হাতছাড়া না হয় এ বিষয়টি লক্ষ্য রাখা প্রয়োজন। সভায় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করে যোগ্য আলেম তৈরির কারিকুলাম ও জনবল কাঠামোর বৈষম্য নিরসনে মাদ্রাসা শিক্ষকদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়। সভায় স্কুুল-কলেজে ইসলামী শিক্ষাকে পাবলিক পরীক্ষার অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। সভার শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ড. মাওলানা একেএম মাহবুবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়