মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

বঙ্গবন্ধু সড়কে দুর্ধর্র্ষ চুরি
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু সড়কের হাজীবাড়ি এলাকায় ছাত্রলীগের সাবেক নেতা সোহেল রানার ভাড়া দেয়া প্রাণ ও এসিআই পরিবেশকের অফিসের তালা কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল মালামাল, একটি এলইডি টিভি ও নগদ প্রায় ৬০হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টায় প্রাণ ও এসিআই পরিবেশকের বঙ্গবন্ধু সড়কের জামিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ হাসান আলী মজুমদার সেন্টুর অফিসে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদের নির্দেশে থানার উপ-পরিদর্শক মোঃ সাখায়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা সম্পর্কে অবগত হয়ে তা লিপিবদ্ধ করে নিয়ে যান। এ ঘটনায় ৩১ জানুয়ারি সোমবার চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ৩০ জানুয়ারি রোববার বঙ্গবন্ধু সড়কের জামিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ হাসান আলী মজুমদার সেন্টু তার অফিসের বিক্রয় প্রতিনিধি দিয়ে শহরের মার্কেটে বিক্রি করা প্রায় ৬০হাজার টাকা ক্যাশ বাক্সে রেখে অফিসের তালা বন্ধ করে বাসায় চলে যান।

সোমবার সকাল ৯টায় অফিস খুলতে গিয়ে দেখতে পান, অফিসের তালা কেটে চোরের দল জামিলা এন্টারপ্রাইজের ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা, একটি ভিশন এলইডি ৩২ইঞ্চি টিভি (যার মূল্য ২০হাজার টাকা) ও মালামাল লুট করে নিয়ে গেছে। তাৎক্ষণিক বিষয়টি তিনি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, পৌর ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান দর্জি ও এলাকাবাসীকে অবগত করেন।

জামিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ হাসান আলী মজুমদার সেন্টু ঘটনাটি তদন্ত করে চোরের দলকে আটক করার জন্যে জোর দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট।

উল্লেখ্য, এর পূর্বেও গত ক’দিন পূর্বে এ সড়কের মুখে একটি ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়