প্রকাশ : ১১ জুলাই ২০২১, ০০:০০
মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও বিনা কারণে ঘুরাফেরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫শ’ টাকা জরিমানা করেছেন। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব মতলব দক্ষিণ) গাজী শরিফুল হাসান। এ সময় ৪ ব্যক্তি প্রতিষ্ঠানকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
গাজী শরিফুল হাসান বলেন, করোনা যাতে মহামারী আকার ধারণ করতে না পারে তার জন্য সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আমরা সর্বদা মাঠে আছি। কোভিড-১৯ প্রতিরোধে সবাইকে বিধিনিষেধ মানতে হবে। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন।