প্রকাশ : ১১ জুলাই ২০২১, ০০:০০
গতকাল শনিবার কচুয়ায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন- কচুয়া উপজেলার ধামালুয়া গ্রামের নাছরিন আক্তার (২২), কোয়া গ্রামের বদিউল আলম (৩৫), সাতবাড়িয়া গ্রামের শাহজাহান (৬৫) ও তার স্ত্রী মোরশেদা বেগম (৫৪) এবং সখীপুর গ্রামের আবুল হোসেন (৫০)।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আফসানা রাসমিন রুহী জানান, ১০ জুলাই শনিবার ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ পর্যন্ত কচুয়ায় ১৯৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।