মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ০০:০০

দীর্ঘদিন সংস্কারের অভাবে জনদুর্ভোগ
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরের সরদারকান্দির গ্রামের একমাত্র রাস্তাটি বেহাল দশায় পতিত। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। রাস্তা দেখে বোঝার উপায় নেই কোনটা পাকা আর কোনটা কাঁচা রাস্তা। এ রাস্তা দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনাসহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের।

সরজমিনে দেখা যায়, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামের একমাত্র রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় খানাখন্দকে পরিণত হয়েছে। রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙ্গে পড়েছে। গ্রামে যোগাযোগের মাধ্যম ব্যাটারিচালিত অটো, ভ্যান ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) বিভাগের আওতাধীন ২০০২ সালে জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি কার্পেটিং করা হয়। এরপর থেকে আজ পর্যন্ত এ রাস্তাটি সংস্কার করা হয়নি।

মোটরসাইকেল চালক টিটু বলেন, ভাঙ্গাচোরা রাস্তায় রয়েছে অসংখ্য ইটের টুকরো। তার উপর চাকা উঠলেই মোটরসাইকেল কাত হয়ে যায়। সামনে তাকাবো না নিচে দেখবো, এ নিয়ে ভাবতে ভাবতে পড়ি দুর্ঘটনায়।

অটোবাইক, রিকশা ও ভ্যানচালকরা বলেন, আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই। রাস্তার কারণে গাড়ির পেছনে যত খরচ হয় তাতে আমাদের পরিবার নিয়ে দু’বেলা দু’মুঠো খাওয়াই কঠিন। সরকারের কাছে দ্রুত এই সড়ক সংস্কারের দাবি আমাদের।

ফরাজীকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিম সরকার জানান, ২০ বছর আগে রাস্তাটি করা হয়েছিল, দীর্ঘদিন থেকে রাস্তা সংস্কার না হওয়ায় কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তারা সময়মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন না। উত্তর সরদারকান্দি বাদামতলী থেকে দক্ষিণ সরদারকান্দি পর্যন্ত কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কার না করায় খানাখন্দকে পরিণত হয়ে সাধারণ মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

এলাকাবাসী জরুরি ভিত্তিতে বড় বড় খানাখন্দক ও ভেঙ্গে যাওয়া রাস্তাগুলো সংস্কার করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

সোমবার থেকে খোলা বিমা কোম্পানির অফিস

লকডাউনে সীমিত পরিসরে বিমা কোম্পানির অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সোমবার (১২ জুলাই) থেকে ১৪ জুলাই (বুধবার) পর্যন্ত তিন দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে বিমা কোম্পানির অফিস।

গত বৃহস্পতিবার (৮ জুলাই) এ সিদ্ধান্ত নেয় আইডিআরএ কর্তৃপক্ষ। যা এরই মধ্যে সব বিমা কোম্পানির মুখ্য নির্বাহী ও চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইডিআরএর নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার ঢাকা পোস্টকে বলেন, সোমবার (১২ জুলাই) থেকে বুধবার (১৪ জুলাই) পর্যন্ত সরকার ঘোষিত লকডাউন চলাকালে বিমা কোম্পানির অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমিত সংখ্যক জনবল দিয়ে অফিস পরিচালনা করতে পারবে কোম্পানিগুলো। এক্ষেত্রে অফিসে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় ও কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। ১৪ জুলাইয়ের পর যদি আর লকডাউনের সময় বৃদ্ধি করা না হয় তাহলে ১৫ জুলাই থেকে স্বাভাবিক নিয়মে খোলা থাকবে সব অফিস। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়