প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নে করোনায় কর্মহীন, অসহায় ও গরিব ৭শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ৮ জুলাই সকাল থেকে ইউনিয়ন পরিষদে স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ. এম. হারুন অর রশিদ। প্রতিটি পরিবারের জন্যে খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, পেঁয়াজ, রসুন ও চিড়া এবং ২ কেজি আলু। এ সময় ট্যাগ অফিসার ফরিদগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মোঃ নূরে আলম, ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপহার বিতরণকালে ইউপি চেয়ারম্যান এইচ. এম. হারুন অর রশিদ বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্যসামগ্রী) ইউনিয়নের অসহায় ও গরিব পরিবারের মাঝে বিতরণ করা শুরু হয়েছে।