প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা সদরে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল কাউন্সিলরদের নির্দেশ দেন প্রত্যেকে নিজ নিজ ওয়ার্ডে করোনা প্রতিরোধে কার্যক্রম চালাতে। মেয়রের নির্দেশনায় পৌর কাউন্সিলরগণ নিজ নিজ ওয়ার্ডে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ ও মাইকিং করেন। ছবিতে ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইউনুছ শোয়েব, সংরক্ষিত ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা রহমান এবং ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানাকে জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে হ্যান্ডমাইকে প্রচারণা ও সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করতে দেখা যাচ্ছে।