প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ০০:০০
করোনা সংক্রমণ রোধকল্পে চাঁদপুরসহ সারাদেশে চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। এতে সবকিছুই থমকে গেছে। করোনার এই দুর্যোগের মধ্যে চলছে দুই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা ও ইউরো কাপের এবারের আসর। খেলাও শেষ পর্যায়ে। আছে মাত্র ওই দুই আসরের দুটি ফাইনাল। ইউরোতে ইংল্যান্ড ও ইতালি এবং কোপা আমেরিকা কাপের ফাইনাল হবে আর্জিন্টিনার ও ব্রাজিলের মধ্য। তাই ফুটবলপ্রেমীদের কাছে এই দুই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উত্তাপ ছড়িয়ে পড়েছে শহর-বন্দর-গ্রামগঞ্জসহ সোশ্যাল মিডিয়ায়। শহরের পাড়া-মহল্লায় এবং গ্রামের শিশু-কিশোর ও তরুণরা মেতে উঠেছে ফুটবল খেলায়। তাই লকডাউনে ফাঁকা জায়গা পেয়ে এভাবেই ফুটবল খেলছে একঝাঁক কিশোর। ছবিটি চাঁদপুর বড়স্টেশন মোলহেডে ইলিশ ভাস্কর্যের চত্বর থেকে তোলা। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।