প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ০০:০০
বাংলাদেশ সময় আগামী রোববার সকাল ৬টায় কোপা আমেরিকার ফুটবলের স্বপ্নের ফাইনালে লড়বে নেইমারের ব্রাজিল ও মেসির আর্জেন্টিনা। কোপার প্রথম সেমি-ফাইনালে পেরুর সাথে ১ গোলে জয়ী হয়ে ফাইনালে উঠে ব্রাজিল। ওই ম্যাচের খেলার প্রথমার্ধের ৩৪ মিনিটে ব্রাজিল একটি গোল করে। আর দ্বিতীয় সেমি-ফাইনালে কলম্বিয়াকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
এর আগেও কোপা আমেরিকার ফাইনালে এ দুই দল মুখোমুখি হয়েছিলো। ২০০৪ ও ২০০৭ সালে টানা দুই কোপা আমেরিকায় ব্রাজিল শিরোপার উৎসবে মেতেছিলো। আর তাদের প্রতিদ্বন্দ্বী ছিলো আর্জেন্টিনাই। কিন্তু সেখানে ছিলেন না নেইমার ও মেসি। এবারের এ আসরেই তারা দু দলের হয়ে প্রতিদ্বন্দ্বী ম্যাচে নামবেন। মেসি গত ১৬ বছর ধরে আর্জেন্টিনার জার্সিতে খেলছেন আর নেইমারের একযুগ হয়েছে ব্রাজিলে। এই দুই তারকার এ ম্যাচটিই হবে ফাইনালের মতো ফাইনাল।
আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজই তার নিজের কৃতিত্বের মধ্যে দিয়ে দলকে ফাইনালে এনে দিয়েছেন। আর তার সাথে আছে মায়াবী জাদুকর লিওনাল মেসিও। অপরদিকে ব্রাজিলে আছে নেইমারসহ তারকা-সমৃদ্ধ বিশ্বমানের ফুটবলাররা। ব্রাজিল সেমি-ফাইনালে পেরুর সাথে জয়ী হওয়ার পরই নেইমার বলেছিলেন আমাদের সাথে যেনো বন্ধু মেসির দলের ফাইনাল হয়। আর আর্জেন্টিনা কলোম্বিয়ার সাথে জয়ী হওয়ার পর আলিঙ্গন বেঁধে তার দলের গোলকিপারসহ তারই সতীর্থ নেইমারকে মেসি জানিয়ে দিলেন আমরা প্রস্তুত আছি ফাইনালে খেলার জন্যে।
এক সময়কার দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশীপ নামটি পাল্টিয়ে রাখা হয় কোপা আমেরিকা। মোট নয়বার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। এর মধ্যে ৭ বার জিতেছে আর্জেন্টিনা আর দুবার জিতেছে ব্রাজিল। এবারের কোপায় নেইমাররা কি পারবেন ইতিহাসের বিপক্ষে ফলাফল করতে। ২০ বার ফাইনালে উঠে নয়বার কোপা জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনার কোপা জয় মাত্র ১৪ বার। ২৮ বার তারা ফাইনালে খেলছে। উরুগুয়ের পরই সব থেকে বেশি কোপা জয়ের রেকড আর্জেন্টিনার । তবে ফাইনালে ইতিহাস কথা বলে না। সেদিন যে দল বিপক্ষে চাপে রাখতে পারবে তারাই এগিয়ে যাবে। এবারের কোপায় ছয় ম্যাচ খেলেছেন মেসি। আর গোল করেছেন ৪টি। অপরদিকে নেইমার খেলেছেন পাঁচ ম্যাচ তার গোলে সংখ্যা ২টি। বিশ্বাবাসী অপেক্ষায় রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী এই ম্যাচে শেষ হাসিটা কে হাসবে এটাই দেখার।