মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ০০:০০

অটোবাইক ও সিএনজি চালকদের আন্দোলন সফল হওয়ায় যুব ইউনিয়নের অভিনন্দন
প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত অটোবাইক ও সিএনজি অটোরিকশা ছেড়ে দেয়ায় চালকদের আন্দোলন সফল হয়েছে বলে অভিনন্দন জানিয়েছে চাঁদপুর জেলা যুব ইউনিয়ন। বুধবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জেলা প্রশাসক কার্যালয়ে চালকদের উপস্থিতিতে অটোবাইক ও সিএনজি অটোরিকশা ছেড়ে দেয়ার আশ্বাস দেন। তবে লকডাউনকালে গাড়ি না চালানোর শর্তে চালকদের দাবি মেনে নেন এবং মালিক সমিতির জিম্মায় এ পদক্ষেপ নেন। জেলা প্রশাসকের আশ্বাসের পর চালকরা স্টেডিয়ামের দিকে সকলে মিলে রওনা হন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং শহর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরে আলম নূর।

এদিকে গত ৩০ জুন বুধবার বেলা ১১টায় স্টেডিয়াম রোডে বিক্ষুব্ধ চালকরা গাড়ি ফেরৎ নিতে স্বতঃস্ফূর্তভাবে সড়ক অবরোধ করেন। এতে বাংলাদেশ যুব ইউনিয়ন একাত্মতা পোষণ করে। পরে যুব ইউনিয়নের নেতৃবৃন্দের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা সমবেত হন। এরপর অটোবাইক ও সিএনজি অটোরিকশা শ্রমিক সংগ্রাম পরিষদের নেতৃত্বে গাড়িগুলো ফিরিয়ে দিতে এবং লকডাউনকালে ত্রাণসামগ্রীর দাবিতে স্মারকলিপি পেশ করা হয়। এ আন্দোলনের ধারাবাহিকতায় প্রশাসন জব্দকৃত গাড়িগুলো ছেড়ে দেয়। এমতাবস্থায় যুব ইউনিয়ন দাবি করছে, সরকার যেনো লকডাউনকালে কর্মহীন এসব চালকের হাতে সরাসরি ত্রাণসামগ্রী তুলে দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়