প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ০০:০০
ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে কলেজ শিক্ষকদের সাথে করোনাকালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অনলাইন ক্লাস, শিক্ষার্থীদের লেখাপড়া বিষয়ে শিক্ষকদের করণীয় ও প্রতিষ্ঠান ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ জুলাই বুধবার শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াসউদ্দিন পাটওয়ারী।
প্রধান অতিথি বলেন, আমাদের যে নৈতিক দায়িত্ব রয়েছে তা আমরা যথাযথভাবে পালন করে আসছি এবং করতে হবে। এ দায়িত্বগুলো আরো আন্তরিকতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। আমরা এখন আগের মত কার্যক্রম করতে পারছি না। এখন অফিসে বসে অনলাইনে কার্যক্রম করতে হচ্ছে। আমরা শিক্ষক আমরা মানুষ গড়ার কারিগর। আমরা কিভাবে শিক্ষা প্রদান করব সে চিন্তা চেতনা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের সবসময় খোঁজ-খবর নিতে হবে, তাদের প্রতি কিভাবে নজরদারি রাখা যাবে সেদিকে খেয়াল রাখতে হবে। করোনাকালীন সময়ে কিভাবে অনলাইনে ক্লাসগুলো করা যায় সে চিন্তা ভাবনা করতে হবে। আমি দেখেছি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সাংবাদিক সোহেল রুশদী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নের কাজ করে যাচ্ছেন। ওনার দাদার হাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের তিনি এখন হাল ধরেছেন। তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে সার্বক্ষণিক জেলা প্রশাসক থেকে আরম্ভ করে সকলের এমনকি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ রাখছেন। প্রতিষ্ঠানগুলো কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে কাজ করছেন।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের অনলাইন ক্লাসের পাশাপাশি প্রতিষ্ঠানের আঙ্গিনা, চেয়ার টেবিল ইত্যাদি সবকিছু নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে। শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের আওতায় আনতে হবে। এখন এসাইনমেন্টর ব্যাপারটা আগামী ১৪ জুলাই পর্যন্ত বন্ধ রয়েছে। করোনাকালে ভবিষ্যতে কী হয় তা আমরা জানিনা। এমনও হতে পারে যে, এসাইনমেন্টের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মূল্যায়ন হয়ে যাবে। এ কারণে এসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে আপনাদেরকে একাটা নির্দেশনা দিয়ে রাখা হয়েছে। ওই নির্দেশনা মোতাবেক আপনারা আপনাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। সভাপতির বক্তব্যে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী বলেন, আজকের সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেছেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার শিক্ষাবান্ধব কর্মকর্তা চাঁদপুরের কৃতী সন্তান মোঃ গিয়াসউদ্দিন পাটওয়ারী সাহেব, যিনি অনেক দক্ষতা দেখিয়েছেন তার কাজে।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তর থেকে করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা রয়েছে, সেগুলো বাস্তবায়ন কতটুকু হয়েছে তা জানার জন্য কলেজের অনলাইন ক্লাসের তথ্য আমাদের কাছে দিতে হবে। কারণ জুম মিটিংয়ে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এ ব্যাপারে সার্বক্ষণিক মনিটরিং করছেন। সদর উপজেলা শিক্ষা অফিসার আইটিতে অনেক দক্ষ। তিনি সরকারের প্রতিটা সিদ্ধান্ত ফেসবুকে দিচ্ছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছেন। সরকার করোনার কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন ক্লাসের উপর খুব গুরুত্ব দিয়েছেন। মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নিজ এলাকা এটি। উনি আমাদের শিক্ষামন্ত্রী এটা আমাদের বড় গর্বের। জেলা শিক্ষা অফিসার মহোদয় এ ব্যাপারে খুবই এলার্ট। তিনি আমাদের চাঁদপুর জেলার কৃতীসন্তান। তিনি একজন শিক্ষাবান্ধব অফিসার। তিনি চাঁদপুর সদরে একজন ডাইনামিক উপজেলা শিক্ষা অফিসার পেয়েছেন কামাল সাহেবকে। জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে শিক্ষার মানোন্নয়নে এ জেলা এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। জিলানী চিশতী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ ও প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেনের যৌথ সঞ্চলনায় সভায় অংশগ্রহণ ও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, সাহেরা আক্তার, মোঃ কামরুল হাসান, আলেয়া চৌধুরী, শামিমা আক্তার, ইসলাম শিক্ষার প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, আইসিটির প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, ব্যবসায় সংগঠন বিষয়ের প্রভাষক মোঃ জিয়াউর রহমান, অর্থনীতি বিষয়ের প্রভাষক ফারজানা আক্তার, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ হানিফ মিয়া, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ মানিক মিয়া, জীব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ হাবিবুর রহমান, রাসয়ন বিষয়ের প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, পৌরনীতি বিষয়ের প্রভাষক মোসাঃ মনোয়ারা খাতুন, মার্কেটিং বিষয়ের প্রভাষক মোঃ মনজুরুল ইসলাম পাটওয়ারী, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মোঃ রানা সরকারসহ অন্যান্যরা।