রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০

পুরো জেলার এইচএসসি পরীক্ষার্থীরা করোনার ভ্যাকসিন নিতে চাঁদপুরে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

৫ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল জেলার এইচএসসি পরীক্ষার্থীদের করোনর ভ্যাকসিন দেয়া হচ্ছে। চাঁদপুরেও এই কার্যক্রম শুরু হয় গত ১৬ নভেম্বর থেকে। চাঁদপুরে দেয়া হচ্ছে ফাইজারের ভ্যাকসিন। আর এই ফাইজার ভ্যাকসিন কেন্দ্রটিও শীতাতপ নিয়ন্ত্রিত হতে হয়। অর্থাৎ এসি রুমে নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাকসিনটা দিতে হয়। কিন্তু উপযোগী স্থানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ প্রস্তুত করাটা খুবই দুরূহ কাজ। সাধারণ মানুষের জন্যে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় কমপ্লেক্সের ভেতরে ইপিআই ভবনেই একটি কক্ষকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ হিসেবে প্রস্তুত করা হয়। এখানেও ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ডাঃ জেআর ওয়াদুদ টিপুর সহযোগিতা ছিল।

এরপর যখন এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়টি সামনে আসে, তখন তাদেরকে ফাইজার টিকা দেয়ার জন্যে উপযোগী শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বিষয়টি আবারো সামনে চলে আসে। তখনো এগিয়ে আসলেন ডাঃ জেআর ওয়াদুদ টিপু। তিনি চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজকে নির্ধারণ করেন এইচএসসি পরীক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দেয়ার জন্যে। ডাঃ টিপু হচ্ছেন এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি। কিন্তু টিকা প্রদানের কক্ষটি তো শীতাতপ নিয়ন্ত্রিত হতে হবে। এটিও ডাঃ জেআর ওয়াদুদ টিপু সমাধান করলেন। তিনি তিনটি এসির ব্যবস্থা করে দিলেন আল-আমিন একাডেমির টিকাদান কেন্দ্রকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ হিসেবে প্রস্তুত করতে। প্রস্তুত হয়ে গেলো এসি রুম। গত ১৬ নভেম্বর শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আল-আমিন একাডেমি কেন্দ্রে চাঁদপুরের এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

চাঁদপুর ইপিআইর সুপারভাইজার আজিজুল ইসলাম সবুজ জানান, ১৬ নভেম্বর থেকে গতকাল ২৩ নভেম্বর পর্যন্ত এই সাতদিনে চাঁদপুর জেলার ১০ হাজার ৯শ' ২৬ জন এইচএসসি পরীক্ষার্থী ফাইজারের ভ্যাকসিন নিয়েছে। মাঝখানে শুধু শুক্রবার বন্ধ ছিল। এর মধ্যে গতকাল নিয়েছে ২ হাজার ৫২ জন। গতকাল কচুয়া ও শাহরাস্তির পরীক্ষার্থীরা টিকা নিতে চাঁদপুর আসে। এভাবে একেকদিন একেক উপজেলার এইচএসসি পরীক্ষার্থীরা চাঁদপুর শহরে আসছে করোনার টিকা নিতে। সবুজ আরো জানান, ২৫ নভেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হবে। এরপর দেয়া হবে আলিম পরীক্ষার্থীদের করোনার ভ্যাকসিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়