প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ০০:০০
১৮ নভেম্বর বৃহস্পতিবার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ দুর্বৃত্তের দ্বারা হামলার শিকার হন। তিনি চাঁদপুর জজ কোর্টে এসটিসি ৭৬/১৫-এর রাজনৈতিক মামলার হাজিরা শেষে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সিএনজি অটোরিকশায় বাড়ি ফেরার পথে অতর্কিত হামলা চালায় কতিপয় দুষ্কৃতকারী। জানা যায়, দুষ্কৃতকারীদের ভেতরে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী বাহিনীও ছিল। স্বপন মাহমুদ গুরুতর আহত হন। স্বপন মাহমুদের উপর হামলার প্রেক্ষিতে চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ সকল যুগ্ম আহ্বায়ক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের গ্রেফতার দাবি করেছেন।