প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে নাত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ অক্টোবর বিকেল ৫টায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলফিকার হামদ নাত ও গজল পরিবেশক দলের সদস্যরা ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত, হামদে বারী তাআলা ও নাতে রাসুল (সাঃ) এবং ইসলামী সংগীত পরিবেশন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পর্বে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, নবীর জন্মদিন নিয়ে নাত সন্ধ্যার আয়োজন খুবই প্রশংসিত। ছোট্ট শিশুর কণ্ঠে রাসূলের শানে নাত শুনে বেশ ভালই লাগছিল। এরকম ইসলামী সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে ভালো পথের দিকে ধাবিত করে। তিনি আরো বলেন, আমরা মুসলমান। আমাদের ইসলামকে যাতে সুন্দরভাবে তুলে ধরতে পারি সে বিষয়ে আন্তরিক থাকতে হবে। যারা প্রকৃত ইসলাম লালন করেন তারা কখনোই উগ্রবাদী ও জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখেন না। আমাদের নবী তাঁর আদর্শ দিয়ে ইসলামের পথে পথহারা মানুষকে পথ দেখাতে সক্ষম হয়েছেন। কাজেই আমরাও নবীর আদর্শ মেনে নিজের জীবন আলোকিত করবো।
ফরিদগঞ্জ জমইয়াতে হিযবুল্লার সভাপতি অধ্যক্ষ আহম সাইফুল্লাহর সভাপতিত্বে দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান, জেলা জমইয়াতে হিযবুল্লার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান।
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও মুহাম্মদ নোমান ছালেহীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন ও মশিউর রহমান মিঠু, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান ও বর্তমান সভাপতি কামরুজ্জামান, জেলা আইয়াম্মায়ে হিযবুল্লার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোশারফ হোসাইন, জমইয়াতে হিযবুল্লার চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, যুবলীগ নেতা আকবর হোসেন মনির, এসএম সোহেল রানা , সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান সাউদ, ছাত্র হিযবুল্লাহ জেলা আহ্বায়ক মোঃ শাহাদাত হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।