প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ০০:০০
দিনে-দুপুরে সওজের জমিতে দোকান নির্মাণ করা হচ্ছে। মিস্ত্রী নিয়ে কাঠ বাঁশ আর টিন দিয়ে বৃহদাকার দোকান ঘর নির্মাণ করছে সড়কের কোল ঘেঁষে। এসব দেখার জন্যে সওজের দায়িত্বশীল কেউ আছে বলে মনে করছে না স্থানীয়রা। স্থানীয় দুর্বৃত্ত প্রভাবশালীরা প্রকাশ্যে দোকান তৈরির পাশাপাশি সওজের জমি দখল করে দিনের পর দিন ভাড়া দিয়ে খাচ্ছে। তারা হয় ঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছে অথবা দখল বিক্রি করছে। গত মাসে হাজীগঞ্জের বাকিলা পূর্ব বাজারে এমনি দখলসহ দোকানঘর বিক্রি হয়েছে দেড় লাখ টাকায়। প্রকাশ্যে দোকান তোলার ছবিটি রোববার দুপুরে তোলা হয়েছে হাজীগঞ্জের বলাখাল যাত্রী ছাউনীর পশ্চিম পাশ থেকে। ছবি : কামরুজ্জামান টুটুল।