প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব উত্তরে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী হুমায়ুন খান (৭০) নিহত হয়েছেন। আর মোটরসাইকেল চালক উত্তম কান্তি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর রোববার সকাল সাড়ে ৭টায় গালিমখাঁ বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে হুমায়ুন খান মারা যান। তিনি গালিমখাঁ গ্রামের মৃত খলিল খানের ছেলে। মোটরসাইকেল আরোহী গোপালগঞ্জ থেকে কর্মস্থল গজারিয়া যাওয়ায় পথে এ দুর্ঘটনা ঘটে। উত্তম কান্তি গজারিয়ায় ব্র্যাক-এর ক্রেডিড অফিসার হিসেবে কর্মরত। মতলব উত্তর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রেখেছে।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।