শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ০০:০০

শাহরাস্তিতে নুরুল আমিন দম্পতি হত্যারহস্য উদ্ঘাটনের দ্বারপ্রান্তে পিবিআই
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা নুরুল আমিন ও তার স্ত্রী কামরুন্নাহার হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দ্বারপ্রান্তে পিবিআই। বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা গেছে, পিবিআই মামলার মূল হোতাকে আটক করতে সক্ষম হয়েছে। সোস্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়েছে।

পিবিআই ইন্সপেক্টর কবির হোসেন জানান, অভিযান অব্যাহত রয়েছে, আমরা মাঝামাঝি অবস্থানে রয়েছি। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, পিবিআই উক্ত মামলার অন্যতম আসামী ঘুঘুশাল গ্রামের বেপারী বাড়ির আব্দুর রবের ছেলে আঃ মালেককে আটক করেছে। বিষয়টি নিয়ে শাহরাস্তিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত ১ জুলাই সকালে শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের নতুন বাড়ি থেকে অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা নুরুল আমিনের রক্তমাখা মৃতদেহ উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ। একই সময় মুমূর্ষ অবস্থায় তার স্ত্রী সমাজসেবা কর্মকর্তা কামরুন্নাহারকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কামরুন্নাহারের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন পর কামরুন্নাহারও মৃত্যুবরণ করেন।

ঘটনার পর নূরুল আমিনের ছেলে জাকারিয়া বাবু বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তারপর পুলিশ সন্দেহভাজন বেশ ক’জনকে আটক করে। এক পর্যায়ে এলাকাটি পুরুষশূন্য হয়ে পড়ে। জনগণের মাঝে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করতে থাকে। হত্যার রহস্য উদ্ঘাটনের জন্যে স্থানীয় জনগণ পুলিশ প্রশাসনের দিকে তীর্থের কাকের মত চেয়ে থাকে। এক পর্যায়ে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়