শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ০০:০০

১৬ লক্ষ টাকার জাল জব্দ ॥ ৯ জেলে আটক
স্টাফ রিপোর্টার ॥

মা ইলিশ রক্ষা অভিযানের ১৯তম দিনে পদ্মা-মেঘনায় ১৬ লক্ষ টাকার জাল জব্দসহ ৯ জেলেকে আটকপূর্বক জেলে প্রেরণ করা হয়েছে । গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী এই অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল ২২ অক্টোবর শুক্রবার পদ্মা-মেঘনায় ১১টি অভিযান ও ৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চালিয়ে ০.৮০০ দৈর্ঘ্য (লক্ষ মিটার) জাল আটক করা হয়। যার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকার অধিক। এ সময় চাঁদপুর সদর উপজেলার ৯ জন অসাধু জেলেকে আটকপূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য অধিদপ্তর চাঁদপুর সদরের ৩, হাইমচর উপজেলার ৬ ও মতলব উত্তর উপজেলার ৮ জেলের বিরুদ্ধে মোট ১৭টি মামলা দায়ের করেছে বলে জেলা মৎস্য কর্মকর্তা সূত্রে জানা যায়। এদিন চাঁদপুর সদরে ২টি, হাইমচরে ২টি, মতলব উত্তরে ১টি, মতলব দক্ষিণে ২টি, হাজীগঞ্জে ২টি, ফরিদগঞ্জে ২টিসহ মোট ১১ টি অভিযান পরিচালিত হয়। এছাড়া এদিন চাঁদপুর সদরে ৪, হাইমচরে ২, মতলব দক্ষিণ উপজেলায় ১টি ও মতলব উত্তর উপজেলায় ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালীন এ সকল স্থান থেকে ০.০৬০০০ মে. টন ইলিশ আটক করা হয়।

গত ২১ অক্টোবর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, নৌবাহিনী, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সমম্বয়ে মেঘনা নদীতে ১টি যৌথ অভিযান পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়