প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আজ শনিবার চাঁদপুরে আসছেন। আজ সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকা থেকে রওনা হবেন। সকাল ১০টায় তিনি চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছবেন। এরপর সাড়ে ১০টায় চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করবেন। পরদিন সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মন্ত্রীর এই সরকারি কর্মসূচি জানানো হয়।