প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলায় তিনতলাবিশিষ্ট একটি আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। ফরিদগঞ্জ উপজেলা সদরের ডাকাতিয়া নদীর তীরে দ্ইু কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, ফরিদগঞ্জ উপজেলা জনসংখ্যা ও আয়তনেও বৃহৎ উপজেলা। কিন্তু এখানে দীর্ঘদিন যাবৎ ডাকবাংলোটি জরাজীর্ণ ছিলো। যা ছিলো অস্বাস্থ্যকরও । আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করার পর এখানে একটি আধুনিক মানের বাংলো হচ্ছে। বিষয়টি অতীতে কেউ নজর দেয়নি। ঢাকা থেকে এখানে কোনো মেহমান আসলে থাকার জায়গা ছিলো না। একটু বিশ্রাম নেয়ার কোনো ব্যবস্থা ছিলো না। এটা আমাদের জন্যে লজ্জার বিষয়। বাংলোটি নির্মাণকালে যাতে কাজটি সুন্দরভাবে শেষ হয়, ঠিকাদার যাতে অনিয়ম করতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্যে তিনি জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রকৌশলীকে অনুরোধ করেন।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, উটতলী ব্রিজ নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করা হবে, তোমরা প্রস্তুত থাকবে। ফরিদগঞ্জ উপজেলা দীর্ঘকাল উন্নয়নের ছোঁয়া পায়নি। আগে টিআর-কাবিখার টাকায় কোনো কাজ হতো না। এখন এসব প্রকল্পের কাজ দৃশ্যমান দেখে অনেকের গা-জ¦ালা শুরু হয়ে গেছে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, জেলা পরিষদের প্রকৌশলী ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা খাজে আহম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ।