প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০০:০০
ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিরাপদ করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা চলাকালে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা টাস্কফোর্স।
বৃহস্পতিবার ৪ অক্টোবর দুপুর থেকে রাত পর্যন্ত মেঘনা নদীর মোহনপুর থেকে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের নেতৃত্বে এই অভিযান চলে। মৎস্য অফিস, মোহনপুর নৌ-পুলিশ ও বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি এই অভিযানে সহায়তা করেন।
অভিযান পরিচালনাকালে নদীতে নিষিদ্ধ কারেন্টজাল ব্যবহার করে মা ইলিশ শিকারের সময় ৯ জন জেলে, ২টি ইঞ্জিন চালিত ট্রলার ও প্রায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটক ৯ জনের মধ্যে আটজনের প্রত্যেককে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫ হাজার টাকা করে অর্থদ- করা হয়। ১ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়। জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত মাছগুলো এতিমখানায় দিয়ে দেয়া হয়।
এছাড়া ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে বেলতলী নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর এবং তার টীমের সহায়তায় নদী থেকে ৬০টি অবৈধ রিং চাঁই জাল জব্দ করা হয় । পরে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, ইলিশের প্রজনন নিরাপদ করতে সবধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আমরা সরকারের নির্দেশনা মেনে অভিযান পরিচালনা করছি। আমরা মা ইলিশ রক্ষা প্রহরী হিসেবে কাজ করবো। সরকারি নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।