প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ০০:০০
মা ইলিশ রক্ষা অভিযানের ১৬তম দিনে পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকার জাল জব্দ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে নদীতে অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী অব্যাহত থাকবে ইলিশ রক্ষার এ অভিযান।
অভিযানের ধারাবাহিকতায় গতকাল ১৯ অক্টোবর মঙ্গলবার পদ্মা-মেঘনায় ১৩টি অভিযান পরিচালিত হয়। এ সময় ১.৬০০ দৈর্ঘ্য (লক্ষ মিটার) জাল আটক করা হয়। যার মূল্য প্রায় ৩২ লাখ টাকার অধিক। এদিন চাঁদপুর সদরে ৬টি, হাইমচরে ৩টি, মতলব উত্তরে ২টি, মতলব দক্ষিণে ১টি, ফরিদগঞ্জে ১টি মোট ১৩টি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এসকল স্থান থেকে ০.০৭৫০০ মেঃ টন ইলিশ আটক করা হয়। তবে এদিন হালকা পাতলা বৃষ্টি থাকায় পদ্মা-মেঘনায় তেমন নজরদারী দেখা না গেলেও কয়েকটি জেলে নৌকার অবস্থান পরিলক্ষিত হয়েছে।