প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সরকারি কলেজে শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন
শেখ রাসেল হচ্ছে একটা প্রতীক
মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন এবং শেখ রাসেল দিবস-২০২১ যথাযথ মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসনের সাথে জেলা স্টেডিয়ামে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাৎপর্যপূর্ণ দিবসটির আনুষ্ঠানিক পর্ব শুরু হয়।
|আরো খবর
সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ শিক্ষক মিলনায়তনে কেক কাটেন এবং শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পরিবেশন করেন। সকাল ১০টায় শিক্ষক মিলনায়তনে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিম উদ্দিনের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামানের সঞ্চালনায় শুরু হয় স্মরণ সভা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম শিক্ষা ও আরবি বিভাগের প্রভাষক মোঃ আল আমিন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার। স্মরণ সভায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ জসিম উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার ও শিক্ষক পরিষদ সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান। সকল বক্তাই শেখ রাসেলের ক্ষুদ্র জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘শেখ রাসেল হচ্ছে একটা প্রতীক। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এই প্রতীক আমাদের মাঝে থাকবে, এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকবে।’
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্যকে মনেপ্রাণে ধারণ করে সবাইকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। স্মরণ সভা শেষে ১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ রাসেলসহ ঐ দিন শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হাফেজ মোঃ রুহুল আমিন।
আগামী ২১ অক্টোবর কলেজ লাইব্রেরীতে শিক্ষার্থীদের গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবিসহ ‘শেখ রাসেল দেয়ালিকা’ প্রকাশিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন। বাদ জোহর কলেজ কেন্দ্রীয় মসজিদ ও হোস্টেল মসজিদে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত ও তবররুক বিতরণ করা হয়।