প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৫০ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭৯ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
১৭ অক্টোবর রোববার এসব ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। এ দিন আশিকাটি, মৈশাদী ও বাগাদী এই তিন ইউনিয়নের প্রার্থীরা সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে, শাহমাহমুদপুর ও রামপুর ইউনিয়নের প্রার্থীগণ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুকবুল হোসেনের কাছে, বিষ্ণুপুর, বালিয়া ও তরপুরচ-ী ইউনিয়নের প্রর্থীরা সদর উপজেলা প্রকৌশলী এএসএম রাশেদুর রহমানের নিকট এবং হানারচর ও চান্দ্রা ইউনিয়নের প্রার্থীগণ জেলা নির্বাচন কার্যালয়ে অবস্থিত কচুয়া উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিকের নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন। এসব কর্মকর্তা সংশ্লিষ্ট ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ২১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২২ থেকে ২৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।
জমাকৃত মনোনয়নপত্র পর্যালোচনায় দেখা গেছে যে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বাইরেও দলের একাধিক নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এমনকি অনেক ইউনিয়নে দুই বা তার বেশি বিদ্রোহী প্রার্থী রয়েছে দলটিতে। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে দলীয় প্রতীকে বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণার পরও দলের অনেক নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর বাইরে ইসলামী আন্দোলন প্রতিটি ইউনিয়নে ও জাকের পার্টির ১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যে সব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিষ্ণুপুর ইউনিয়ন : চেয়ারম্যান পদে ৪ জন। বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম (আওয়ামী লীগ), অজিউল্লাহ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ জিয়াউর রহমান ও খোরশেদ আলম (স্বতন্ত্র)।
আশিকাটি ইউনিয়ন : এ ইউনিয়নে প্রার্থী ৬ জন। বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী (আওয়ামী লীগ), মাসুদ গাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), দেলোয়ার হোসেন খান, জাফর আহম্মদ খান, নয়ন চন্দ্র দাস ও সাইফুল ইসলাম (স্বতন্ত্র)।
শাহমাহমুদপুর ইউনিয়ন : এ ইউনিয়নে প্রার্থী ৬ জন। বর্তমান চেয়ারম্যান বিএনপির স্বপন মাহমুদ (স্বতন্ত্র), মাসুদুর রহমান নান্টু (আওয়ামী লীগ), মোঃ শাহ জামাল গাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ আবুল হাশেম রুশদী, মোঃ ফারুক হোসেন বেপারী ও মোঃ রফিকুল ইসলাম (স্বতন্ত্র)।
রামপুর ইউনিয়ন : এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৫ জন। বর্তমান চেয়ারম্যান মোঃ আল-মামুন পাটওয়ারী (আওয়ামী লীগ), মোঃ আলতাফ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আবুল বারাকাত মোঃ রেজওয়ান, মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী ও মোঃ দিদার হোসেন (স্বতন্ত্র)।
মৈশাদী ইউনিয়ন : এই ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন। বিএনপি থেকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক (স্বতন্ত্র), মোঃ নূরুল ইসলাম পাটওয়ারী (আওয়ামী লীগ), আজহারুল ইসলাম (ইসলামী আন্দোলন), আবু জাফর মোহাম্মদ ছালেহ ও মনিরুজ্জামান খান (স্বতন্ত্র)।
তরপুরচ-ী ইউনিয়ন : এ ইউনিয়নে প্রার্থী সংখ্যা ৩ জন। বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী (আওয়ামী লীগ), মোঃ মারুফ সরদার (ইসলামী আন্দোলন) ও মোহাম্মদ আলম খান (স্বতন্ত্র)।
বাগাদী ইউনিয়ন : চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে ৫ জন। বর্তমান চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল (আওয়ামী লীগ), নেয়ামত উল্লাহ (ইসলামী আন্দোলন), মোঃ মুনছুর বেপারী (জাকের পার্টি), মোঃ বরকত উল্লাহ খান ও মোঃ মানিক মিয়া (স্বতন্ত্র)।
বালিয়া ইউনিয়ন : এ ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। মোঃ রফিকুল্যা পাটওয়ারী (আওয়ামী লীগ), মোঃ নুরুদ্দিন খান (ইসলামী আন্দোলন), বর্তমান চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, মোঃ কামরুল হাসান খান, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন তপাদার, গাজী মোহাম্মদ মাসুদ রায়হান (স্বতন্ত্র)।
চান্দ্রা ইউনিয়ন : এ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী (আওয়ামী লীগ), মোঃ মজিবুর রহমান মিয়াজী (ইসলামী আন্দোলন), আব্দুর রহমান বেপারী, নাছির উদ্দিন গাজী ও মুকবুল (স্বতন্ত্র)।
হানারচর ইউনিয়ন : এ ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেন ৫ জন। তারা হলেন মোঃ মুকবুল হোসেন মিয়াজী (আওয়ামী লীগ), মোজাম্মেল হোসেন টিটু গাজী (স্বতন্ত্র), বর্তমান চেয়ারম্যান মোঃ ছাত্তার রাঢ়ি, মোঃ মনির হোসেন (ইসলামী আন্দোলন) ও মোঃ নাছির মাঝি (স্বতন্ত্র)।