শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ০০:০০

একটি সেতুতে শত বছরের স্বপ্নপূরণ হবে ২৫ গ্রামের মানুষের
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ফরিদগঞ্জ উপজেলায় পূর্ব চরদুঃখিয়া ইউনিয়নে ডাকাতিয়া নদীর উপর একটি পাকা সেতু নির্মাণ করার দাবি এলাকাবাসীর প্রায় শত বছরের। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ৬৩ মিটার দীর্ঘ একটি পাকা সেতু নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে।

পূর্ব চরদুঃখিয়া ইউনিয়নে পূর্ব এখলাশপুর এবং পশ্চিম এখলাশপুর গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ডাকাতিয়া নদী পার হবার জন্যে যুগ যুগ ধরে বাঁশের সাঁকোই ছিল একমাত্র অবলম্বন। এই সাঁকো থেকে বহু লোক পড়ে মারাত্মকভাবে আহত হয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াত করতে দারুণ কষ্ট হচ্ছে। অসুস্থ ও প্রসূতি মায়েদের সময়মত চিকিৎসকদের নিকট নেয়া যায় না। অথচ নদীর দুপাড়েই রয়েছে সুন্দর পাকা সড়ক। কিন্তু একটি সেতুর অভাবে আশপাশের ২০/২৫টি গ্রামের প্রায় ২৫ হাজার লোক এখানে একটি পাকা সেতুর অভাবে যুগ যুগ ধরে নিদারুণ কষ্টভোগ করে আসছিল। অবশেষে এই কষ্ট লাঘবের দিন আসছে।

সেতুটি নির্মাণ করার জন্য ১৬ অক্টোবর শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চাঁদপুর জেলার নির্বাহী প্রকোশলী, সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতেতে আনুষ্ঠানিভাবে লে আডট (কার্যক্রম) শুরু করা হয়।

চাঁদপুরে কর্মরত এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ^াস জানান, চলতি অর্থ বছরের মধ্যেই এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়