শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০

ধর্ম, বর্ণ নির্বিশেষে শারদীয় দুর্গোৎসব এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বৈশ্বিক মহামারি করোনার কারনে ধর্মীয় কার্যক্রম ছাড়া পুরো পৃথিবী প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিলো। পরম করুণাময়ের অশেষ কৃপায় করোনা থেকে আমরা কিছুটা মুক্তি পেতে যাচ্ছি।

বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তিনি ১৩ অক্টোবর চাঁদপুর সদর ও হাইমচরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব সর্বজনীন শারদীয় দুর্গাপূজার এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্গাপূজা হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও আবহমানকালের শাশ্বত গতিধারায় এটি বাঙালি জাতির ধর্ম, বর্ণ নির্বিশেষে সার্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। দুর্গাপূজার মূল লক্ষ্য হলো, অশুভ শক্তিকে উৎপাটিত করে সমাজে শুভশক্তির উদয় ঘটিয়ে সবমানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা। এ প্রেক্ষাপটে বাঙালি সমাজে একটি সুন্দর ও সরল চিন্তাধারার আবির্ভাব ঘটেছে। সেই ধারাকে অটুট রাখতে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছেন বঙ্গবন্ধুর কন্যা ।

তাই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা দেশ। তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার এই স্লোগানে আমাদেরকে একত্রিত করেছেন।

সুজিত রায় নন্দী হাইমচরের ৬টি মন্দিরসহ চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মন্দির ও পুজামণ্ডপের জন্যে আর্থিক অনুদান প্রদান করেন ও বস্ত্র বিতরণ করেন।

হাইমচর উপজেলার ২নং উওর আলগী ইউনিয়নের কমলাপুর দেওয়ান বাড়ি দূর্গা দেবি মন্দির, দঃ চরভাঙ্গা রাধা গোবিন্দ, শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে পূজা উদ্যাপন কমিটির সভাপতি দীপক দাস দেওয়ানের সভাপতিত্বে ও পরেশ চন্দ্র দাসের পরিচালনায় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেক আখন্দ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান বেগ, বীর মুক্তিযোদ্ধা সিরাজ পাটওয়ারী, হাইমচর উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মণ সরকার, চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান, শাহজাহান দেওয়ান, কাফরুল থানা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম নয়ন, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিপুল মজুমদার, সুমন গাজী, ছাত্রনেতা মোঃ ইকবাল হোসেন লিটন, টুটুন মজুমদার, সুমন মজুমদার, কাজী নাসিম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়