শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০০:০০

চট্টগ্রামস্থ চাঁদপুর জেলা সমিতির নির্বাচন অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

চট্টগ্রামস্থ চাঁদপুর জেলা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সামাদ সুপার মার্কেটে (বন্দর ৩নং গেইট) সমিতির কার্যালয়ে নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করা হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডঃ মোঃ শাহ আলম।

নির্বাচনে ১ম পর্বে ৩১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তখন ৩১ জন প্রার্থীর সকলকে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ৩১ জন নির্বাহী সদস্যের সাথে বসে সমঝোতার ভিত্তিতে আলোচনা করে সর্বসম্মতিক্রমে মোঃ মোস্তফা তালুকদারকে সভাপতি ও মোঃ ফজলুর রহমান মজুমদার স্বপনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করেন।

সভাপতি মোঃ মোস্তফা তালুকদার, সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ পাটোয়ারী, মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, হাজী মোঃ ফজলে আজিম দুলাল, মোঃ মোশারফ হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান মজুমদার স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রেজাউল করিম ভুট্টো, অর্থ সম্পাদক মোঃ নাজির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ডাঃ এমএইচআর রেজাউল করিম, দপ্তর সম্পাদক মোঃ মহসিন মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আকতার হোসেন পাটোয়ারী, শিক্ষা ও প্রকল্প বিষয়ক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, আইন বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন ভূঁইয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সৈয়দ আহাম্মদ খান, সাহিত্য, সংস্কৃতি ক্রীড়া সম্পাদক মোঃ মোবারক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াছমিন (লিনা), নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ সালেহ ইমতিয়াজ, মোঃ জাকির হোসেন, মোঃ নাছির উদ্দিন প্রধান, মোঃ হুমায়ুন কবির সেলিম, মোঃ জয়নুল আবেদীন (জয়), মোঃ সেলিম হোসেন, মোঃ মোরশেদ আলম, মোঃ গোলাম কবীর, মোঃ আলী হোসেন, মোঃ মনিরুল ইসলাম মজুমদার। চট্টগ্রামস্থ চাঁদপুর জেলা সমিতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সমিতির মোট সদস্য সংখ্যা ৫শ’ ৬৪ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়