শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০০:০০

চাঁদপুর সদর মডেল থানায় ওপেন হাউজ ডেতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ অক্টোবর বুধবার বিকেলে থানার হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা এ সমাজেরই অংশ। আমাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যা থাকে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সমাধানে পুলিশিং সহযোগিতা প্রয়োজন হয়। বিট পুলিশিং প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি মহল্লা নিয়ে এই বিট পুলিশিং। আর এ বিট পুলিশিং জনগণের দোরগড়ায় সেবা পৌঁছে দেয়ার সহজ মাধ্যম। কমিউনিটি পুলিশিং আর বিট পুলিশিংয়ের একই কাজ। এখন থেকে প্রতি মাসে আমরা নিয়মিত ওপেন হাউজ ডে করবো। তিনি বলেন, মানুষকে সেবা দেয়ার চেয়ে ভালো কাজ আর নেই। জনগণকে নিরবচ্ছিন্ন সেবা দিতে পুলিশের সঙ্গে কমিউনিটি পুলিশিংকে যুক্ত করা হয়েছে। এখন এগুলো সক্রিয় এবং সচল থাকাটাই হচ্ছে বড় বিষয়। আর এতে সকলের সহযোগিতা থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ। বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সূফি খায়রুল আলম খোকন, চাঁদপুর পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, অঞ্চল-৯-এর সভাপতি মোঃ হাবিবুর রহমান, অঞ্চল-৫-এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি সাব্বির হোসেন মন্টু দেওয়ান, অঞ্চল-১-এর সাধারণ সম্পাদক শাহ্ মোঃ জাহাঙ্গীর, অঞ্চল-১০-এর সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ভূঁইয়া, অঞ্চল-৭-এর সভাপতি শাহআলম মল্লিক, আশিকাটি ইউনিয়ন সভাপতি নাজিম উদ্দিন জিলন, চান্দ্রা ইউনিয়ন সভাপতি দুলাল মহিউদ্দিন, তরপুরচ-ী ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, বাগদী ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন হিরু প্রমুখ।

পৌর কমিটির সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সূফিয়ান।

উপস্থিত ছিলেন পৌর কমিটির সহ-সাধারণ আব্দুল্লাহ আল মামুন, অঞ্চল-১৩-এর সভাপতি এএসএম মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ ফোরকান উদ্দিন খান, অঞ্চল-১-এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি, অঞ্চল-১৪-এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ঢালী, অঞ্চল-৪-এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, অঞ্চল-৮-এর সভাপতি নকিবুল ইসলাম চৌধুরী, অঞ্চল-১২ সাধারণ সম্পাদক মোঃ নূরুন্নবী জমাদার, অঞ্চল-৭-এর সাধারণ সম্পাদক সেলিম রেজা, অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, রাজরাজেশ^র ইউনিয়ন সভাপতি মাওঃ আবুল হাসান মোঃ হাবিবুল্লাহ, বাগাদী ইউনিয়ন সভাপতি হাফেজ মোঃ হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়