শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০০:০০

শাহরাস্তি উপজেলা পরিষদে প্রথম নারী চেয়ারম্যান নাসরিন জাহান সেফালীর যাত্রা শুরু
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন নাসরিন জাহান চৌধুরী সেফালী। তাঁর শপথের মধ্য দিয়ে এ উপজেলায় এই প্রথম কোনো নারীর চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু হলো। গতকাল বুধবার সকাল ১১টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে তিনি শপথ নেন। নাসরিন জাহান চৌধুরী সেফালীকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরানসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর আগ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন হাসিনা আক্তার ও কামরুন্নাহার কাজল। গত ২৬ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ্ চৌধুরীর মৃত্যুতে এই পদটি শূন্য ঘোষণা করা হয়। সম্প্রতি করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে আসায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন প্রয়াত ফরিদ উল্লাহ্ চৌধুরীর সহধর্মিণী নারী নেত্রী নাসরিন জাহান সেফালী। এ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল ১৩ অক্টোবর নাসরিন জাহান সেফালী শপথের মধ্য দিয়ে তার স্বামীর শূন্য স্থানে স্থলাবিষিক্ত হলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়