প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের পালবাজারের মিষ্টান্ন ব্যবসায়ী অসিম নিহতের ঘটনায় র্যাব-১১ কুমিল্লা অঞ্চলের সদস্যরা রাতে নিহত অসিমের কোড়ালিয়াস্থ বাসায় যান। ঘটনা শুনে তাৎক্ষণিক র্যাব-১১ কুমিল্লা অঞ্চলের কমান্ডারের নির্দেশে ইন্সপেক্টর সিদ্দিকের নেতৃত্বে র্যাবের একটি দল রাত পৌনে ৯টার দিকে কোড়ালিয়া রোডস্থ নিহত অসিমের বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এ সময় তাঁরা ঘটনা উদ্ঘাটনের জন্যে প্রয়োজনীয় বেশ কিছু তথ্য পরিবারের সদস্যদের কাছ থেকে সংগ্রহ করেন। অবশ্য র্যাব সদস্যরা এ ঘটনা বিষয়ে কোনো কথা বলতে চাননি। তারা বলেন, ঘটনা উদ্ঘাটনে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। অতএব এ মুহূর্তে কথা বলা ঠিক না। তবে ঘটনা উদ্ঘাটনে সকলের সহযোগিতা চাই।
এদিকে রাত ৯টায় চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুজন বড়ুয়ার সাথে কথা হলে তিনি বলেন, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। রাতে পোস্টমর্টেম সম্ভব নয়। তাই আগামীকাল (১২ অক্টোবর) দিনের প্রথম ভাগে পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
অপরদিকে ব্যবসায়ী অসিম নিহতের ঘটনা উদ্ঘাটনের বিষয়ে জেলা পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) সাথে কথা হলে তিনি বলেন, ঘটনা উদ্ঘাটনে পিবিআই ও সিআইডি কাজ করছে। আশা করছি খুব শীঘ্রই ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।