প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ০০:০০
কচুয়ায় তিন আওয়ামী লীগ নেতা সাময়িক বহিষ্কার
কচুয়া উপজেলা আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের তিন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের গঠনতন্ত্র লংঘন করে দলের বিরুদ্ধে আদালতে মামলা করায় মামলার বাদী ওই তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক এ ব্যবস্থা নেয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের চাঁদপুর সফর উপলক্ষে গত ৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ বর্ধিত সভায় প্রসঙ্গটি উঠলে তাৎক্ষণিকভাবে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে দলের বিরুদ্ধে মামলা করার জন্যে কচুয়ার তিনজন ইউনিয়ন পর্যায়ের নেতাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তারা হলেন ১নং সাচার ইউনিয়নের সাবেক সভাপতি মিজানুর রহমান মুহুরী, ৩নং বিতারা ইউনিয়নের সাবেক সভাপতি হারুন পাটোয়ারী এবং ১২নং আশ্রাফপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল মাওলা হেলাল। সাময়িক বহিষ্কারের পাশাপাশি তাদেরকে এই বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়ারও সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির একাধিক সদস্য, জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বর্ধিত সভায় উপস্থিত কচুয়া আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেন।
|আরো খবর
উল্লেখ্য, অ্যাডঃ মোঃ হেলাল উদ্দিন মামলার বাদীর আইনজীবী।