শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০০:০০

মাদকের বিরুদ্ধে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা!

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
মাদকের বিরুদ্ধে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা!

ফরিদগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় মো. মহিউদ্দিন তালুকদার রুবেল (৩২) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে শরীরে ও মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। বর্তমানে তিনি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। এতে অভিযুক্ত ৬জনকে আসামী করা হয়। অজ্ঞাতনামা আরও আসামী রয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের কৃষ্ণপুর ওয়াপদা বাজারের ইদ্রিস শেখের দোকানে এ ঘটনা ঘটে। আহত রুবেল কৃষ্ণপুর গ্রামের তালুকদার বাড়ির মো. বিল্লাল তালুকদারের ছেলে।

অভিযুক্ত আসামীরা হলো : খাড়খাদিয়া গ্রামের মৃত বাতেন মেম্বারের ছেলে মো. বাইজিদ (২৫), কৃষ্ণপুর গ্রামের মতিন খলিফার ছেলে মো. রাজু খলিফা (২৩), সফিক খলিফার ছেলে মো. ইকবাল খলিফা (২৪), আব্বাস সর্দারের ছেলে মো. আশিক (২৫), নুরু খলিফার ছেলে মো. রাজু খলিফা (২২) এবং খাড়খাদিয়া গ্রামের সাহেব আলী দেওয়ানের ছেলে মো. মাইনুদ্দিন (২৫)।

অভিযোগ সূত্রে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বাদী মো. মহিউদ্দিন তালুকদার রুবেল কুমিল্লায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। নিজ এলাকায় বিভিন্ন সময় আসলে মাদক সেবন থেকে এলাকার যুব সমাজকে বিরত থাকার জন্যে তিনি অনুরোধ করেন। কিন্তু এসব কথা বলার কারণে মাদকের সাথে জড়িত বখাটে যুবকরা তার বিরুদ্ধে সংঘবদ্ধ হয়। এক পর্যায়ে গত ২৯ সেপ্টেম্বর তারা একত্রিত হয়ে রুবেলকে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বেদম মারধর করে রক্তাক্ত জখম করে। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। সেখানে রুবেল চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, এলাকার কিশোর গ্যাংসহ এক শ্রেণীর যুবক মাদক সেবন ও ব্যবসায় জড়িত। তাদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তবে মাঝে মাঝে কুমিল্লা থেকে বাড়িতে আসলে রুবেল এসব মাদকের বিরুদ্ধে কথা বলেন। এ কারণেই এ ঘটনা। আমরা চাই, যারা এ ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হোক।

ফরিদগঞ্জ থানা পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং আসামীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়