প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মহানবী (সাঃ)কে কটূক্তির প্রতিবাদে
চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ভারতে কটূক্তি ও ব্যঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর শনিবার বাদ জোহর চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। প্রচুর ঝড়-বৃষ্টি উপেক্ষা করে এতে নবীপ্রেমী মুসলিম ধর্মপ্রাণ মুসলমান, বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষকগণসহ হাজার হাজার জনগণ উক্ত সমাবেশে অংশগ্রহণ করে। ভারত সরকারের ধর্মবিদ্বেষী কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশে মাওলানা লিয়াকত হোসাইন তাঁর সভাপতির বক্তব্যে বলেন, মহানবী (সাঃ)-এর অবমাননা শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, এটি বিশ্বজুড়ে শান্তি ও সহাবস্থানের বিরুদ্ধে এক ন্যাক্কারজনক ষড়যন্ত্র। আমরা মুসলমানরা কখনোই এ ধরনের অবমাননা সহ্য করবো না। ভারত সরকারকে এজন্যে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরো বলেন, ভারতে মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তিকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের ফাঁসি চাই। বাংলাদেশের বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনারা রাষ্ট্রীয়ভাবে ভারত সরকারকে এই ঘটনার কারণে নিন্দা জানান। ভারত সরকারের এ ঘটনার জন্যে রাষ্ট্রীয় প্রতিবাদ জানান, অন্যথায় আপনাদেরকেও জবাব দিতে হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সম্পাদক প্রফেসর আবুল কালাম ও চাঁদপুর সদর উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি নূর আলমের পরিচালনায় মিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাওঃ মাহবুবুর রহমান, হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ খান, চাঁদপুর পৌর শাখার সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ফারুক নুয়াঈম, অফিস সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, চাঁদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা তারেক হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা জসিম উদ্দিন মাহদী, সদর উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হুরায়রা ও সহ-প্রচার সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম।
সমাবেশ উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ কারী আবুল হাসানাত, অর্থ সম্পাদক মাওলানা মোস্তফা আল হাসান, প্রচার সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সদর উপজেলা সহ-সভাপতি মাওলানা মোশারফ হোসেন, পৌর কমিটির সহ-সভাপতি মাওলানা ইয়াসিন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আশেকে এলাহী।
সমাবেশ শেষে হাজার হাজার নবীপ্রেমী মুসল্লির অংশগ্রহণে বাইতুল আমিন শপথ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চাঁদপুর পৌর বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। সবশেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করে কর্মসূচির সমাপ্তি করা হয়।