রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

গণি মডেল উচ্চ বিদ্যালয় ভবনে ফাটল : আতঙ্কিত শিক্ষার্থীরা

গোলাম মোস্তফা ॥
গণি মডেল উচ্চ বিদ্যালয় ভবনে ফাটল : আতঙ্কিত শিক্ষার্থীরা

চাঁদপুর শহরের আঃ করিম পাটোয়ারী সড়কে অবস্থিত বিখ্যাত গণি মডেল উচ্চ বিদ্যালয়ের পুরানো ভবনে ফাটলের কারণে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে তারা ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে।

চাঁদপুর শহরের শত বছরের পুরানো মাধ্যমিক বিদ্যাপীঠ গণি মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানের বর্তমান বয়স ১০৭ বছর। বিদ্যালয়টির অবকাঠামোগত সমস্যা সমাধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে একটি বহুতল ভবন নির্মাণের জন্যে গত কয়েক মাস পূর্বে বিদ্যালয়ের পশ্চিমাংশের দ্বিতল ভবন ভেঙ্গে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করা হয় । সেই ভবনের জন্যে মাটির বেজ কাটা শুরু করলে গত কয়েক দিন পূর্বে উক্ত প্রতিষ্ঠানের উত্তরাংশের তিনতলা ভবনের দেয়ালের বিশাল অংশে ফাটল দেখা দেয়। এ ফাটলের কারণে এ ভবনে অবস্থিত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল শিক্ষা কার্যক্রম ঐ ভবনে বন্ধ করে দেয়। উত্তরাংশের তিনতলা ভবনের দেয়ালে বিশাল আকারে এ ফাটল এতোটাই ভয়াবহ যে, যে কোনো সময় ভবন ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুর রহমান সরকার মোহন বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এ বিদ্যালয়ের বহুতল একটি ভবনের টেন্ডার হয়। এরপর ঐ ভবন নির্মাণ কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদার। সেই অনুযায়ী ভবন নির্মাণের জন্যে মাটির বেজ কাটা হলে গত কয়েকদিন পূর্বে উত্তরাংশের তিনতলা ভবনের দেয়ালে বিশাল আকারে ফাটলের সৃষ্টি হয়। এরপর আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাগণ সরাসরি এসে ফাটল দেয়া ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। ফলে উক্ত ভবনটিতে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়