শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শাহরাস্তি পৌরসভার নতুন প্রশাসক ইয়াসির আরাফাত

মঈনুল ইসলাম কাজল ॥
শাহরাস্তি পৌরসভার নতুন প্রশাসক ইয়াসির আরাফাত

শাহরাস্তি পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক একটি প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ। এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শাহরাস্তি পৌরসভার প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দেয় মন্ত্রণালয়। অল্প কয়েকদিনের মধ্যেই তিনি শাহরাস্তি পৌরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত শাহরাস্তিতে যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে ছাত্র-জনতার আন্দোলনের সময় তার কর্মদক্ষতায় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় বিভিন্ন প্রতিষ্ঠান। ইতিমধ্যেই তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন। শাহরাস্তি পৌরসভার দায়িত্ব নিয়ে অতীতের সকল দুর্নীতি অনিয়মের হাত থেকে পৌরবাসীকে রক্ষা করবেন এটাই সকলের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়