প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
তীব্র প্রতিবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চাঁদপুর-এর পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে গতকাল রাতে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর-এর গতকালকের ‘শহীদি মার্চ’ কর্মসূচি সফল হয়েছে। বহিরাগত কিছু সুবিধাভোগী নিজেদের স্বার্থ হাসিল করার জন্যে ছাত্রদের মাঝে ঢুকে নিজেরা মারামারিতে লিপ্ত হয়। এই ঘটনার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই। কতিপয় সাংবাদিক এবং সংবাদপত্র হীন উদ্দেশ্য চরিতার্থের জন্যে উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর তীব্র প্রতিবাদ জানাই’।