রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে চাঁদপুর জেলা জাসাসের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে চাঁদপুর জেলা জাসাসের ত্রাণ বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর সকালে চাঁদপুর জেলা জাসাসের আয়োজনে এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমের সার্বিক সহযোগিতায় চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে পানিবন্দি দুই শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি তাঁর বক্তব্যে বলেন, দুর্বিপাকে কিংবা সঙ্কটে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সবসময়ই সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে বন্যার প্রাদুর্ভাবের কারণে ও কয়েকদিনের টানা বৃষ্টিতে চাঁদপুর সদরের বিভিন্ন এলাকায় বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সেই পরিবারগুলোর খোঁজখবর নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চাঁদপুরে বানভাসি মানুষের মাঝে জেলা জাসাসের উদ্যোগে ত্রাণ নিয়ে আসা হয়েছে।

চাঁদপুর জেলা জাসাসের আহ্বায়ক রোটারিয়ান কাজী মাইনুল হক (জীবন)-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোবারক হোসেন সিকদারের পরিচালনায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শোয়েব মোহাম্মদ কলিম, মোহাম্মদ মাকসুদুর রহমান, জাকির বন্দুকসী, মাহফুজুর রহমান ইউনুছ, সদস্য হাজী মনির খানসহ চান্দ্রা, বালিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, চাঁদপুর জেলা জাসাসের আয়োজনে ও চাঁদপুর জেলা বিএনপির সহযোগিতায় চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে পানিবন্দি ২ শতাধিক মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিলো- চাল, ডাল, তেল, লবণ, চিড়া, মুড়ি, বিস্কুট, ঔষধ।

চাঁদপুর জেলা জাসাসের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন মাঝিসহ জাসাসের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়